- Advertisement -
এইচএসসি রেজাল্ট ২০২২ কবে দিবে, দেখার নিয়ম
এইচএসসি রেজাল্ট ২০২২ কবে দিবে, দেখার নিয়ম – এ ব্যাপারে বিস্তারিত এই পোস্টে আলোচনা করা হয়েছে। ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৩। ২৯ জানুয়ারি সকালে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার উচ্চমাধ্যমিক পর্যায়ের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের এই তারিখের ব্যাপারে গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এইচএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট প্রকাশের দিন সকাল ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন। এরপর দুপুরের মধ্যে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। দুপুর ১২টার পর থেকে রেজাল্ট জানা যাবে।
করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় গত বছরের (২০২২) ৬ নভেম্বর সারা দেশে অনেকটা স্বাভাবিক পরিবেশে শুরু হয়েছিল এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখের কিছু বেশি।
এর আগে ১১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে ফলাফল প্রকাশের সম্ভাবনার কথা শোনা গেলেও সর্বশেষ তথ্য হচ্ছে অনুমোদন সাপেক্ষে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে এইচএসসি ফলাফল প্রকাশ করবে দেশের সব শিক্ষা বোর্ড।
- এইচএসসি রেজাল্ট ২০২২
- এইচএসসি রেজাল্ট ২০২২ কবে দিবে / hsc result 2022 published date
- এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে যেভাবে / এইচএসসি রেজাল্ট ২০২২
- এইচএসসি / ভোকেশনাল / আলিম / বিএম রেজাল্ট দেখার নিয়ম
- নাম্বারসহ এইচএসসি মার্কশিট ২০২২
- এসএমএস (sms) এর মাধ্যমে এইচএসসির রেজাল্ট বের করার নিয়ম
- মাদ্রাসা বোর্ডের আলিম রেজাল্ট ২০২২
- Hsc result 2022 mark sheet with number
- এইচএসসির রেজাল্ট বা ফলাফল নিয়ে পরীক্ষার্থীদের সচরাচর প্রশ্নের উত্তর :
- এইচএসসি রেজাল্ট SMS ফরমেট
- সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এড্রেস
এইচএসসি রেজাল্ট ২০২২
| পরীক্ষা : | এইচএসসি ও সমমান ২০২২ |
| ফলাফলের তারিখ : | ৭-৯ ফেব্রুয়ারি ২০২৩ (সম্ভাব্য) |
| পরীক্ষার্থী সংখ্যা : | ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন |
| শিক্ষা বোর্ডের ফলাফল ওয়েবসাইট : | http://www.educationboardresults.gov.bd |
এইচএসসি রেজাল্ট ২০২২ কবে দিবে / hsc result 2022 published date
আন্তঃশিক্ষা সমন্বয়ক সাব কমিটির সভাপতি জানান, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। তাই, ৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এই পরীক্ষার ফল প্রকাশে আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ সম্ভাব্য সময় উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাই। সেটি মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠালে তিনি ৮ ফেব্রুয়ারি নির্বাচন করে গত বৃহস্পতিাবর শিক্ষা মন্ত্রণালয়ে সম্মতির বিষয়টি জানানো হয়েছে। প্রধানমন্ত্রী সময় নির্ধারণ করায় আগামী ৮ ফেব্রুয়ারি দুপুরের মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
২০২১ সালে এইচএসসিতে ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ পরীক্ষার্থী অংশ নিয়েছিল। ২০২২ সালে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষায় অংশ নিয়েছে। ২০২২ সালে ২টি শিক্ষাপ্রতিষ্ঠান কমলেও পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বেড়ে ২৮টি হয়। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে প্রায় ২ লাখ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় কম অংশ নিয়েছে।
এর কারণ হিসেবে শিক্ষামন্ত্রী জানান, করোনা পরিস্থিতির কারণে ক্লাসের পাঠদান বন্ধ থাকায় পেছনের কয়েকটি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া হয়েছে। সে কারণে পাসের হার বেড়ে যায় বলে অনিয়মিত শিক্ষার্থীর সংখ্যা কমেছে।
১১টি শিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠানে ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এদের মধ্যে ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন ছাত্র এবং ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন ছাত্রী।
প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলেও গত বছর করোনা মহামারির কারণে পিছিয়ে যায়। এ বছর করোনার ও বন্যা পরিস্থিতির চরম অবনতির কারণে এসএসসি ও এইচএসসি পরীক্ষা পেছানো হয়। তবে এ বছর ২০২৩ সালের এসএসসি পরীক্ষা হবে পবিত্র ঈদুল ফিতরের পর এপ্রিলের শেষ সপ্তাহে, আর এইচএসসি হবে জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে।
এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে যেভাবে / এইচএসসি রেজাল্ট ২০২২
এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে ওয়েবসাইট (http://www.educationboardresults.gov.bd) ও এসএমএস-এর মাধ্যমে।
এইচএসসি / ভোকেশনাল / আলিম / বিএম রেজাল্ট দেখার নিয়ম
প্রতি বছরের মতো এবারও ফলাফল প্রকাশের দিন থেকে এসএমএস ও ওয়েবসাইটের (http://www.educationboardresults.gov.bd) মাধ্যমে এইচএসসি ও সমমানের ফলাফল জানা যাবে।
নাম্বারসহ এইচএসসি মার্কশিট ২০২২
নাম্বারসহ এইচএসসি মার্কশিট পাওয়া যাবে এই লিংকে : https://eboardresults.com/v2/home অথবা, http://www.educationboardresults.gov.bd
এসএমএস (sms) এর মাধ্যমে এইচএসসির রেজাল্ট বের করার নিয়ম
রেজাল্ট প্রকাশের সময়ের পর থেকে শিক্ষার্থীরা SMS এর মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট জানতে পারবে [ HSC<space>বোর্ডের প্রথম ৩টি লেটার যেমন DHA <space> Roll <space> Year টাইপ করে পাঠাতে হবে 16222 নম্বরে ] অফিসিয়ালভাবে শিক্ষা বোর্ড রেজাল্ট প্রকাশের পরে তাত্ক্ষণিকভাবে শিক্ষার্থীদেরকে ফলাফল সরবরাহ করা হবে। SMS চার্জ হবে ২.৫৫ টাকা।
মেসেজ ফরমেটের উদাহরণ (ঢাকা বোর্ড হলে) : HSC DHA 123456 2022
এখানে DHA এর জায়গায় শিক্ষার্থী ঢাকা বোর্ড ছাড়া অন্য কোনো বোর্ড হলে সে বোর্ডের নামের ১ম ৩ অক্ষর লিখবে, আর 123456 এর জায়গায় রোল নাম্বার লিখবে।
শিক্ষা বোর্ডের জন্য কি-ওয়ার্ড সমূহ:
- ঢাকা – Dha
- বরিশাল – Bar
- চট্টগ্রাম – Chi
- কুমিল্লা – Com
- যশোর – Jes
- রাজশাহী – Raj
- সিলেট – Syl
- দিনাজপুর – Din
- ময়মনসিংহ – Mym
- মাদরাসা – Mad
- টেকনিক্যাল – Tec
| এইচএসসি<>বোর্ড<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে | সাধারণ শিক্ষা বোর্ডের জন্য |
| এইচএসসি<>MAD<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে | মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য |
| এইচএসসি<>TEC<>রোল<> সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে | টেকনিক্যাল শিক্ষা বোর্ডের জন্য |
মাদ্রাসা বোর্ডের আলিম রেজাল্ট ২০২২
মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।
কারিগরি বোর্ডের এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা-ইন-কমার্স রেজাল্ট ২০২১
কারিগরি শিক্ষা বোর্ডের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
Hsc result 2022 mark sheet with number

এইচএসসির রেজাল্ট বা ফলাফল নিয়ে পরীক্ষার্থীদের সচরাচর প্রশ্নের উত্তর :
প্রশ্ন: আমি আমার রেজাল্টের বিস্তারিত কিভাবে জানতে পারব? অথবা, রেজাল্ট ঘোষণা হওয়ার পর আমি কিভাবে আমার রেজাল্ট জানতে পারব?
উত্তর: সাধারণ রেজাল্ট দেখার প্রক্রিয়ার মতই। ফিরতি SMS এ আপনি আপনার সম্পূর্ণ রেজাল্ট জানতে পারবেন।
উদাহরণ: ঢাকা বোর্ডের জন্য: HSC<space>dha<space>Roll<space>2022 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
এইচএসসি রেজাল্ট SMS ফরমেট
- > সাধারণ শিক্ষা বোর্ড:
- HSC<>বোর্ড<>রোল<>সাল এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে
- উদাহরণ: HSC DHA 123456 2022 টাইপ করে SMS পাঠিয়ে দিন 16222 নম্বরে
- > মাদ্রাসা বোর্ড:
- HSC<>MAD<>ROLL<>YEAR এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে
- > টেকনিক্যাল বোর্ড:
- HSC<>TEC<>ROLL<>YEAR এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে
প্রশ্ন: Push/Pull সার্ভিসের জন্য চার্জ কত লাগবে?
উত্তর: ২.৫৫/SMS (সকল চার্জ)
প্রশ্ন: আমি যদি ভুল রোল নম্বর দেই তবে কি আমাকে চার্জ দিতে হবে?
উত্তর: হ্যাঁ। প্রত্যেকবার রিকোয়েস্টের জন্য চার্জ দিতে হবে।
প্রশ্ন: এই সার্ভিসটির মাধ্যমে আমি কতবার রেজাল্ট নিতে পারি?
উত্তর: আপনি যতবার চান।
প্রশ্ন: আমি কখন রেজাল্টের বিস্তারিত (গ্রেড) জানতে পারব?
উত্তর: সাধারণত মূল রেজাল্ট প্রকাশের ২৪-৪৮ ঘণ্টা পর এটি প্রকাশ হয়।
প্রশ্ন: ডিটেইল রেজাল্ট রিকোয়েস্টের জন্য চার্জ কত লাগবে?
উত্তর: ২.৫৫/SMS (সকল চার্জ)
প্রশ্ন: রেজাল্ট সঠিক কি না আমি কিভাবে নিশ্চিত হতে পারি?
উত্তর: বাংলাদেশ শিক্ষা বোর্ড রেজাল্ট সরবরাহ করে এবং টেলিটক এই তথ্য সরবরাহের জন্য দায়বদ্ধ।
প্রশ্ন: প্রতিটি বোর্ড নামের কি-ওয়ার্ড কি?
উত্তর: বোর্ডের জন্য কি-ওয়ার্ড: ঢাকা-Dha, বরিশাল-Bar, চট্টগ্রাম-Chi, কুমিল্লা-Com, যশোর-Jes, রাজশাহী-Raj, সিলেট-Syl, দিনাজপুর–Din, ময়মনসিংহ–Mym, মাদ্রাসা–Mad, টেকনিক্যাল-Tec
(শিক্ষা বোর্ড যেকোনো সময় তারিখ পরিবর্তন বা স্থগিতের অধিকার সংরক্ষণ করে)
ওয়েবসাইটে এইচএসসি ফলাফল বা রেজাল্ট জানা যাবে শিক্ষা বোর্ডের এই সাইট থেকে : www.educationboardresults.gov.bd
সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এড্রেস
| Dhaka Board : | https://dhakaeducationboard.gov.bd |
| Comilla Board : | https://comillaboard.portal.gov.bd |
| Barisal Board : | https://barisalboard.portal.gov.bd |
| Sylhet Board : | https://sylhetboard.gov.bd |
| Chittagong Board : | https://web.bise-ctg.gov.bd/bisectg |
| Jessore Board : | https://www.jessoreboard.gov.bd |
| Rajshahi Board : | http://www.rajshahieducationboard.gov.bd |
| Dinajpur Board : | http://dinajpureducationboard.gov.bd |
| Madrasa Board : | http://www.bmeb.gov.bd |
| Bangladesh technical education board (BTEB) : | http://www.bteb.gov.bd |
এইচএসসি রেজাল্ট ২০২২ কবে দিবে
২০২২ সালের এইচএসসি রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখ ৭ থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৩।
শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং
ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।
সর্বশেষ আপডেট পেতে Edu Daily 24 এর Facebook পেজ, Google news পেজ ও Youtube চ্যানেল সাবস্ক্রাইব/ফলো করুন। নোটিফিকেশনসহ তাৎক্ষণিক তথ্য পেতে APPও ইনস্টল করে রাখতে পারেন।
সাম্প্রতিক
- হজ প্যাকেজ ২০২৩ [হজের খরচ, প্রাক-নিবন্ধন আবেদনের নিয়ম] 03/02/2023
- বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল রেজাল্ট ২০২৩ [৬২ তম ব্যাচ ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন পরীক্ষার ফলাফল pdf] 03/02/2023
- ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ pdf [২৮১ সার্ভেয়ার পদে চাকরির সুযোগ] 03/02/2023
- বাংলাদেশ রেলওয়ে টিকিট কালেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ [১৩৩ পদে চাকরি] 03/02/2023
- বাংলাদেশ রেলওয়ে টিকিট কালেক্টর এর কাজ কি, দায়িত্ব ও বেতন 02/02/2023
- বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ pdf – ওয়েম্যান পদ ১৩৮৫টি 02/02/2023
- অমর একুশে বইমেলা ২০২৩ [সময়সূচি, স্টলের নাম, নম্বর ও অবস্থান] 02/02/2023
- প্রাইজবন্ড ড্র ২০২৩ ফলাফল ১১০ তম [Prize bond draw result 2023 pdf] 02/02/2023
- সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১ (বিগত MCQ উত্তর) 02/02/2023
- সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার তারিখ ২০২৩ 02/02/2023
- বিপিএল ২০২৩ সময়সূচী ও দল [প্লেয়ার লিস্ট] 02/02/2023
- প্রাথমিক বিদ্যালয়ের নতুন শপথ বাক্য ২০২৩ [image & video] 02/02/2023
- কাস্টম হাউস পানগাঁও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ pdf [Pangaon Customs House] 02/02/2023
- এসএসসি পরীক্ষা ২০২৩ কবে হবে [SSC exam date 2023] 02/02/2023
- স্কুলের নতুন শপথ বাক্য ২০২৩ (pdf ও video সহ) 02/02/2023
- Xiaomi Redmi Note 12 Pro Plus price in Bangladesh, Specifications & Features (5G) 02/02/2023
- JBL Bluetooth Speaker features and specifications [JBL FLIP 5 Waterproof Portable Speaker price in USA] 02/02/2023
- Ministry of land job circular 2023 pdf [Govt jobs minland.gov.bd] 01/02/2023
- 110th Prize bond draw result 2023, schedule and prize money in Bangladesh [Lottery result] 31/01/2023
- HSC result 2022 published date [all education boards] 30/01/2023
- Argentina vs Brazil next match 2023 live score, U20 Copa America fixtures, squad and schedule [Bangladesh time] 23/01/2023
আর্কাইভ
বিভাগ
You cannot copy content of this page
Sign in to your account
