স্কুল-কলেজ শিক্ষকদের জানুয়ারির এমপিওর চেক ছাড়

বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি (২০২৩) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বেতন ভাতার সরকারি অংশ তুলতে পারবেন। বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ।


এমপিওর স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৬.২০২২/৩৬৫ তারিখ : ০১-০২-২০২৩

প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।

প্রতি মাসের শেষের দিকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা দৈনিক শিক্ষাডটকমে ফোন ও ইমেইল করে জানতে চান কবে চেক ছাড় হবে। ইএফটি হলে আর এমনটা দরকার হবে না। শিক্ষা ক্যাডারের কতিপয় কর্মকর্তা ও কয়েকজন বেসরকারি শিক্ষক নেতার বিরোধীতায় ইএফটি আটকে রয়েছে। এছাড়া এমপিওভুক্ত হাজার হাজার শিক্ষকের মৌলিক তথ্যেও গড়মিল থাকায় ইএফটি বাস্তবায়ন আটকে আছে।



প্রতি মাসের শেষের দিকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা দৈনিক শিক্ষাডটকমে ফোন ও ইমেইল করে জানতে চান কবে চেক ছাড় হবে। ইএফটি হলে আর এমনটা দরকার হবে না। শিক্ষা ক্যাডারের কতিপয় কর্মকর্তা ও কয়েকজন বেসরকারি শিক্ষক নেতার বিরোধীতায় ইএফটি আটকে রয়েছে। এছাড়া এমপিওভুক্ত হাজার হাজার শিক্ষকের মৌলিক তথ্যেও গড়মিল থাকায় ইএফটি বাস্তবায়ন আটকে আছে।

 

MPO Notice : http://www.dshe.gov.bd/sites/default/files/files/dshe.portal.gov.bd/notices/fc265a95_74b9_44c9_8ae8_a3f32046c3ea/MPO-Jan2023-Notice.pdf


Mpo Sheet Dawnload : https://drive.google.com/drive/folders/1Dilos8NuLIMGMQyhl65nx94jl4njcEhC

Post a Comment

Previous Post Next Post