নগদ একাউন্ট দেখার নিয়ম
নগদ একাউন্ট দেখার নিয়ম কি বা নগদ একাউন্ট কিভাবে দেখবো — এই দুইটি বেশ জনপ্রিয় প্রশ্ন। বিকাশ এর মত একাউন্ট চেক করার সহজ ও মনে রাখার মত কোড না থাকায় নগদ একাউন্টের ব্যালেন্স চেক করতে অনেকে বিভ্রান্তিতে পড়ে যান। তবে নগদ অ্যাকাউন্ট দেখার নিয়ম আসলে অনেক সহজ। চলুন জেনে নেওয়া যাক, নগদ একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত।
নগদ একাউন্ট টাকা দেখার নিয়ম
নগদ একাউন্টে কত টাকা আছে, অর্থাৎ নগদ একাউন্ট ব্যালেন্স দেখা যাবে দুইটি উপায়েঃ
- নগদ ইউএসএসডি মেন্যু ব্যবহার করে
- নগদ অ্যাপ ব্যবহার করে
বাটন মোবাইলে ও স্মার্টফোনে নগদ ইউএসএসডি মেন্যু এর কোড *167# ডায়াল করে নগদ একাউন্ট দেখা যাবে। অর্থাৎ নগদ একাউন্ট দেখার নাম্বার হলো *167# যা নগদ ইউএসএসডি মেন্যু এর কোড। আবার নগদ অ্যাপ ব্যবহার করে অতি সহজে নগদ একাউন্টের ব্যালেন্স দেখার সুযোগ রয়েছে। চলুন জেনে নেওয়া যাক ইউএসএসডি কোড ও অ্যাপ ব্যবহার করে নগদ একাউন্ট দেখার নিয়ম।
ইউএসএসডি মেন্যু ব্যবহার করে নগদ ব্যালেন্স চেক
নগদ একাউন্ট দেখার নাম্বার *167# অর্থাৎ এই নাম্বারে ডায়াল করে নগদ মোবাইল মেন্যুতে প্রবেশ করে একাউন্ট ব্যালেন্স চেক করা যাবে। ইউএসএসডি মেন্যু ব্যবহার করে নগদ একাউন্টে কত টাকা আছে তা জানতেঃ
- *167# নাম্বারে ডায়াল করুন, নগদ মোবাইল মেন্যু দেখতে পাবেন
- “My Nagad” অপশন সিলেক্ট করতে “7” লিখে রিপ্লাই করুন
“Balance Enquiry” অপশনে প্রবেশ করতে “1” লিখে রিপ্লাই করুন
এরপর চার ডিজিটের নগদ একাউন্টের পিন লিখে রিপ্লাই করুন

- এরপর আপনার নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন
মাত্র তিনটি সহজ ধাপে নগদ একাউন্ট দেখা যাবে নগদ একাউন্ট দেখার কোড ব্যবহার করে। মনে রাখতে হবে যে নগদ মেন্যু এর কোড হলো *167# যা ব্যবহার করে নগদ এর সকল সেবা, যেমনঃ ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, ইত্যাদি উপভোগ করা যাবে।
নগদ একাউন্ট দেখার কোড ব্যবহার করে নগদ একাউন্ট দেখার নিয়ম অনুসরণ করলে সেক্ষেত্রে অবশ্যই নগদ একাউন্টের পিন প্রদান করতে হবে। তবে আপনি যদি নগদ একাউন্টের পিন ভুলে যান, তাহলে ঘাবড়ানোর কোনো কারণে নেই। নিচে দেওয়া পোস্টে ক্লিক করে নগদ একাউন্টের পিন ভুলে গেলে করণীয় সম্পর্কে জেনে নিন।
নগদ অ্যাপ ব্যবহার করে নগদ ব্যালেন্স চেক
নগদ অ্যাপ ব্যবহার করে নগদ একাউন্ট দেখার নিয়ম অতি সহজ। অ্যাপ ব্যবহার করে কয়েকটি ট্যাপ এর মাধ্যমে নগদ একাউন্টের টাকা দেখা যাবে। নগদ অ্যাপ ব্যবহার করে নগদ একাউন্টের ব্যালেন্স দেখতেঃ
- চার ডিজিটের নগদ পিন প্রদান করে নগদ অ্যাপে প্রবেশ করুন

“Tap for balance” বাটনে ট্যাপ করুন

- “Tap for balance” বাটনে ট্যাপ করলে নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন
