একাদশ ভর্তির সময় কি কি লাগে?

 একাদশ ভর্তির সময় কি কি লাগে?







একাদশ শ্রেণিতে ভর্তির সময় যে ভর্তি ফরম পূরন করতে হয়ে সেই ভর্তি ফরম নিচের লিংক থেকে ডাউনলোড করুন। কলেজে চূড়ান্ত ভর্তির সময় অবশ‌্যই ফরম টি ভালো ভাবে পূরন করবে এবং বিষয় নিবার্চন খুব ভালো ভাবে পূরন করতে হবে ।



ভর্তি ফরম



এতাদশ শ্রেণিতে চূড়ান্ত  ভর্তির সময় যে যে কাগজ পত্র লাগবে তা নিচে তুলে ধরা হলো:


  • ভর্তি ফরম পূরণ করতে হবে।
  • ভর্তি ফরম পূরণ করে তার ফটোকপি রাখতে হবে। (২-৩)
  • ভর্তি ফরম অনলাইনে পূরন করলে তোমাকে অবশ‌্যই তার প্রিন্ট আউট রাখতে হবে। (২)
  • ভর্তির টাকা পরিশোধ করতে হবে।
  • তার সকল রশিদ তোমার কাছে থাকতে হবে।
  • অনলাইনে টাকা পরিশোধ করলে তোমার প্রিন্ট আউট রাখতে হবে।
  • এসএসসি এর অনলাইন মার্কশিট থাকতে হবে এবং তার ফটো কপি রাখতে হবে।
  • এসএসসি এর মূল রেজিঃ কার্ড এবং মূল প্রবেশ পত্র থাকতে হবে সাথে ফটোকপি রাখতে হবে।
  • শিক্ষার্থীর জন্ম নিবন্ধন  এর ফটোকপি রাখতে হবে।(২-৩)
  • শিক্ষার্থীর অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি রাখতে হবে। (২)
  • অভিভাবকের ২-৪ কপি ছবি থাকতে হবে।
  • শিক্ষার্থীর নিচের ৪ কপি Stamp size ,৪ কপি Passport size ছবি থাকতে হবে।
  • একাদশ অনলাইন আবেদন করার সময় যে সিকিউরিটি কোড সাথে রাখতে হবে।
  • নিশ্চায়নের প্রিন্ট কপি রাখতে হবে।

Post a Comment

Previous Post Next Post