উপবৃত্তি ৬ষ্ঠ , ৯ম এবং একাদশ শ্রেণির নতুন ভর্তিকৃত দের

 উপবৃত্তি ৬ষ্ঠ , ৯ম এবং একাদশ শ্রেণির নতুন ভর্তিকৃত দের




অভিনন্দন , নতুন ভর্তি কৃত শিক্ষার্থীদের যারা ৬ষ্ঠ ও ১১ম শ্রেণির ভর্তি কৃত শিক্ষার্থীদের কে উপবৃত্তি দিচ্ছে । উপবৃত্তি পাওয়ার জন‌্য সবাই কে অর্গিম নোর্টিশ দিচ্ছে G

২০২৩ সালের নতুন ভর্তি কৃত ৬ষ্ঠ শ্রেণি ও ১১ম শ্রেণির শিক্ষার্থীদের কে উপবৃত্তি অনলাইন ডাটা এন্টির জন‌্য শিক্ষার্থীদের কাছ থেকে অগ্রিম প্রয়োজনীয় তথ‌্যাদি সংগ্রহ করছেন।  কারন অনলাইন ডাটা এন্টির জন‌্য সময় খুব সীমিত থাকে ডাটা এন্টি করতে খুব সমস‌্যা হয়। সেই জন‌্য শিক্ষার্থীদের কাছ থেকে সকল তথ‌্য আগে থেকে সংগ্রহ করছেন। 

যে গুলো তথ‌্য শিক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করছেন তা নিয়ে নিচে আলোচনা করা হলো
  • শিক্ষার্থী কতৃক পূরণ কৃত উপবৃত্তি আবেদন ফরম।
  • শিক্ষার্থীর জন্মনিবন্ধন এর ফটোকপি। (১৭ সংখ‌্যা) 
  •  পিতা -মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি । (১০ অথবা ১৭ সংখ‌্যা)
  • পিতা মাতার অবর্তমানে অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। (১০ অথবা ১৭ সংখ‌্যা)

 

  • ১১ম শ্রেণির ক্ষেত্রে এসএসসি পরিক্ষার রেজিঃ কার্ড ও সনদ পত্রের ফটোকপি।

 

  •  শিক্ষার্থীর অভিভাবকের (পিতা/মাতা/অভিভাবক) এর জাতীয় পরিচয় পত্র ব‌্যবহার করে খোলা সচল/বৈধ মোবাইল ব‌্যাংকিং অথবা ব‌্যাংক একাউন্ট নম্বর ।




আরো অনেক গুলো নিতি রয়েছে তা তোমরা নিচের লিংক থেকে চিঠি টি ডাউনলোড করে সব কিছু পড়ে নিবে এবং তোমরা এগুলো যত তারাতারি সম্ভব সংগ্রহ করে নিবে।  

চিঠিটির ডাউনলোড লিংক হলোঃ

Post a Comment

Previous Post Next Post