একাদশ ২য় পর্যায়ে ভর্তি ও মাইগ্রেশন এর রেজাল্ট দেখার নিয়ম
একাদশ শ্রেণির ভর্তি কাযক্রমের জন্য ২য় পযায়ে অনলাইন রেজাল্ট এর কাজ চলমান।একই সাথে ২য় পর্যায়ে অনলাইন এবং মাইগ্রেশন এর রেজাল্ট এর কার্যক্রম চলছে। আজকে রাত ৮ টার পর দুই রেজাল্ট এক সাথে পাবলিশ হবে।
২য় পযায়ে রেজাল্ট ও মাইগ্রেশন রেজাল দেখার দুটি একই পদ্ধতি অবলম্বন করতে হবে।
তুমি কি ভাবে নিজের হাতে থাকা স্মাট ফোনের মাধ্যমে তুমি তোমার রেজাল্ট দেখতে পারবে।
নিজের রেজাল্ট দেখার জন্য কয়েকটি পদক্ষেপ অবলম্বন করতে হবে। তা নিচে দেওয়া হলোঃ
- প্রথমে তোমাকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তা নিচের লিংক তুলে ধরা হলো। http://xiclassadmission.gov.bd/
- সেখানে তোমরা দেখতে পাবে রেজাল্ট দেখুন অপশন সেখানে ক্লিক করুন।
- রেজাল্ট দেখুন বাটনে ক্লিক করলে তোমাদের সামনে এই রকম অপশন আসবে।
- সেখানে তোমরা তোমাদের এসএসসি বোর্ড রোল বসাতে হবে।
- তারপর তোমার বোর্ড সিলেক্ট করতে হবে।’
- তারপর তোমার পরীক্ষার সন সিলেক্ট করতে হবে।
- তারপরের অপশনে তোমাকে তোমার এসএসসি রেজিঃ নম্বর দিতে হবে।
- এবং সবশেষে যে ভেরিফিকেশনের পাঁচটি সংখ্যা বসাতে হবে।
- তারপর View Result এ ক্লিক করলে তোমার রেজাল্ট দেখাবে।
যদি তুমি কলেজে চান্স পেয়েছ তা হলে তোমরা সামনে এই অপশন আসবে। আর যদি তোমরা কোন কলেজে চান্স না পাওয় তাহলে তোমাদের সামনে এই রকম অপশন আসবে।
এই ভাবে তোমরা তোমাদের রেজাল্ট খুব সহজে দেখতে পারব॥
আর মাইগ্রেশন রেজাল্ট দেখার জন্য তোমাদের একই পদ্ধতি অবলম্বন করতে হবে।
Tags
এইচএসসি
